কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর দারুল উলুম কারিমিয়া মাদ্রাসা ও এতিমাখানার হেফজ বিভাগের ছাত্র গোলাম রাব্বানী (১৬) গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় সে মাদ্রাসার কাউকে না বলে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর তার বাড়ি ভেড়ামারাসহ সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও কোন সন্ধান মেলেনি। এ বিষয়ে মাদ্রাসার মহতামিম হাফেজ মওলানা উসমান গনী গতকাল বুধবার ইবি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। জিডি নং ১০৬৮।
গোলাম রাব্বানীর গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ফিট ০৪ ইঞ্চি, মুখমন্ডল: গোলাকার, পরণে সবুজ রংয়ের জুব্বা পরিহিত ছিল। রাব্বানীর বাড়ি ভেড়ামারা উপজেলার ভাঙ্গাপুল গ্রামের। তার পিতার নাম রফিকুল ইসলাম।
কেউ তার সন্ধান পেলে ০১৭৮২-৫৩১০১১ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি