কুষ্টিয়ার ভেড়ামারা থানায় নিজ হেফাজতে হেরোইন রাখার অভিযোগে দায়ের করা মাদকদ্রব্য মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামী হলেন- ভেড়ামারা উপজেলার বিত্তিপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রুবেল হোসেন। রায় দেওয়ার সময় সে আদালতে উপস্থিত ছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর দুপুরে র্যাব-১২ সিপিসি-২ পাবনার টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি সীমান্ত থেকে আলহাজ্ব পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য নিয়ে ভেড়ামারার দিকে আসছে। এমন সংবাদের ভিভিতে বাস থামিয়ে তল্লাশি চালিয়ে রুবেলের দেহ থেকে ৭৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-২ পাবনার ডিএডি আবুল হাসান শেখ বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। পরে মামলা নথিভূক্ত হয়ে বিচার কাজ শুরু হয়।
আজ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুষ্টিয়া কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী এবং আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন সুব্রত চক্রবর্তী।