কুষ্টিয়ায় মাদক মামলায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামির উপস্থিতিতে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ৩(খ) আইটেমে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান উল্লাহ ফকিরের ছেলে মাসুদুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার তৎকালীন সহকারী পরিচালক মিজানুর রহমান প্রশাসনের সহযোগিতায় দন্ডপ্রাপ্ত আসামি মাসুদুর রহমানের বাড়ি থেকে ১৪শ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৬৮ হাজার টাকা উদ্ধার করেন।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক জাকির হোসেন বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।