সোমবার বেলা ১২টার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে এনএসরোডে মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেত্বৃতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,শিক্ষার্থী ও স্হানীয় কয়েক’শ জনগনের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে মাদকবিরোধী মানববন্ধন পালিত হয়েছে। উক্ত মানববন্ধনে জনসচেতনার জন্য মাদকবিরোধী পোষ্টার,লিফলেট বিতরন সহ,ফেষ্টুন,ব্যানার প্রদর্শন করা হয়।
মানববন্ধন শেষে মোমতাজুল উলুম মাদরাসার হলরুমে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে মাদকবিরোধী বক্তব্যে প্রদান করেন এবং সেই সাথে উপস্থিত সকলকে মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও বক্তব্যে রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক জনাব তারেক মাহমুদ,
আল-হেরা সমাজ উন্নয়ন সংস্থা,কুষ্টিয়ার অ,সম্পাদক মুহাঃসোহানুর রহমান,প্রমুখ। সভাপতিত্ব করেন মোমতাজুল উলুম মাদরাসার অধ্যক্ষ ও আল-হেরা সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার সেক্রেটারী মুহাঃআরিফুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিদর্শক জনাব তারেক মাহমুদ।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,মোমতাজুল উলুম মাদরাসার উপাধ্যক্ষ মুহাঃ শরিফুল ইসলাম,শিক্ষক মাওঃ আব্দুল মতিন,মাহমুদুল হাসান,শামীম রেজা,আবুল হাসেম,উমর ফারুক,ইয়াসিন,প্রমুখ।