কুষ্টিয়ায় ডিসি কোর্ট সম্মেলন কক্ষে বিকালে ইমামদের হাতে পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের মসজিদসমুহকে ৫০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন।
এর ধারাবাহিকতায় কুষ্টিয়ায় ১৯৪৪ টি মসজিদ মোট ৯৭ লক্ষ ২০ হাজার টাকার সহায়তা পাচ্ছে।
প্রাথমিকভাবে ৩০ টি মসজিদের কমিটির সদস্যের নিকট তিনি প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তার চেক তুলে দেন।
ইসলামি ফাউন্ডেশন, কুষ্টিয়ার আয়োজনে কুষ্টিয়ায় এই অনুদান প্রদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মোঃ আসলাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক, ইসলামি ফাউন্ডেশন, কুষ্টিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি)।
সহায়তার এ অর্থ মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।