কুষ্টিয়ায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে ৩৮তম নবযুবক সংঘ সার্ব্বজনীন পূজার শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর ২০১৯ তারিখ শুক্রবার রাত সাড়ে ৮ টায় কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়াস্থ নবযুবক সংঘ সার্ব্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে এর শুভ উদ্বোধন করেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পি.পি.এম (বার), জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন’র সহ-ধর্মিনী মোসাঃ জাকিয়া সুলতানা, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত’র সহ-ধর্মিনী শারমিন আরাফাত।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।
নবযুবক সংঘ সার্ব্বজনীন পূজা মন্দির কমিটির প্রধান পৃষ্ঠপোষক এবং কুষ্টিয়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পি.পি.এম (বার), স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির অন্যতম সদস্য ড. মোফাজ্জ্বেল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এ্যাডঃ সুধির শর্মা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন নবযুবক সংঘ সার্ব্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি বিমল কুমার সন্ন্যাসী।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ কুমার বসাক, নবযুবক সংঘ সার্ব্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম সিকদার, উপদেষ্টা তারাদাস ভৌমিক, গণেষ জোয়ার্দ্দার, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন পাল, সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।