কুষ্টিয়া জেলা প্রশাসক জনাব মো. জহির রায়হান মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
“মোটরযান অধ্যাদেশ- ১৯৮৩” এর সংশ্লিষ্ট ধারায় হেলমেটবিহীন, রেজিস্ট্রেশনবিহীন, লাইসেন্সবিহীন, ইন্স্যুরেন্সবিহীন এবং ওভারলোড গাড়িচালনার জন্য কিছু মোটরসাইকেল, ট্রাককে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তামান্না তাসনীম। এসময় অভিযোগকারী কর্মকর্তা হিসেবে বিআরটিএ এর ইন্সপেক্টর, র্যাব ও পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বেঞ্চ সহকারী ও অন্যান্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।