কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে বাজার অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া বাজারে খাবার হোটেলে মিষ্টি বিক্রির প্যাকেটের ওজন বেশি ও অপরিষ্কার পরিবেশে খাবার তৈরী ও বিক্রির দায়ে জে এস দেব হোটেল এন্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৮ ধারা মোতাবেক ৪০,০০০ টাকা(চল্লিশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয় ৷
এসময় আলাউদ্দিন বীজ ভান্ডারে মেয়াদর্ত্তীন কেমিক্যাল রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক ৫,০০০ টাকা(পাঁচ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় এবং মেসার্স অনিক বীজভান্ডারে প্যাকেটজাত ব্রী ৩৩ জাতের ধানবীজে প্যাকিংয়ের তারিখ ও মূল্য তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ১০,০০০ টাকা (দশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়৷ অভিযুক্ত তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫,০০০ টাকা(পঞ্চান্ন হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয় ৷
বাজার অভিযানের নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া’র সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান৷ এসময় মৎস কর্মকর্তার প্রতিনিধি ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।