কুষ্টিয়ায় নকল মেহেদী কারখানায় অভিযান পরিচালনা করে ভারতীয় মেহেদী তৈরি ও বাজারজাত করার অপরাধে বিশ্বাস কসমেটিকস লিঃ এর মালিক কে এক লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১২ সিপিসি-১ এর ভ্রাম্যমাণ আদালত।
এসময় প্রায় ২০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ভেজাল মেহেদী ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরতলীর বিসিক কুমারগাড়া এলাকায় একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল।
র্যাব-১২ সিপিসি-১ এর লেঃ কমান্ডার রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী তৈরি করতে দেখা যায়। ওই নকল প্রতিষ্ঠানের মালিক কামরুজ্জামান নান্নুকে এক লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করে উৎপাদনের মেশিন জব্দ করা হয়।
ওই ভূয়া কারখানার মালিক কামরুজ্জামান নান্নু মিরপুর উপজেলার গোড়দাহ গ্রামের তানাউল্লাহর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ভূয়া নাম ব্যবহার করা বিপুল পরিমাণ মেহেদী এবং তার মোড়ক সামগ্রী জব্দ করে এবং তা ধ্বংস করে। এছাড়া মেহেদী তৈরিতে ব্যবহৃত ২টি মেশিন জব্দ করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
প্রসঙ্গত গত বছর এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করে সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।