কুষ্টিয়ার সর্ববৃহৎ অনলাইন এক্টিভেটস গ্রুপ ‘ভালোবাসার কুষ্টিয়া’ আয়োজনে আম, চিড়া, দই উৎসব- ২০১৮ কুষ্টিয়ার পুনাক ফুড পার্কের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে এই উৎসবকে ঘিরে অনুষ্ঠানের পূর্বেই ‘ভালোবাসার কূষ্টিয়া’র সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হতে থাকে। পূর্বের ঘোষিত সময়েই শুরু হয় মূল অনুষ্ঠান আম, চিড়া, দুই উৎসব।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সর্ববৃহৎ অনলাইন এক্টিভেটস গ্রুপ ‘ভালোবাসার কুষ্টিয়া’র চেয়ারম্যান বিশিষ্ট লেখক কলামিস্ট হাসান টুটুল।
তিনি বলেন, গ্রামীণ পরিবেশে বাঙালীদের দই চিড়া একটি অবিচ্ছেদ্দ অংশ। যদিও কালের পরিক্রমায়, এখন তা হারিয়ে যেতে বসেছে। তাই বর্তমান প্রজন্মকে জানান দিতেই দই চিড়া আর আম দিয়ে উৎসবের আয়োজন করে ভালোবাসার কুষ্টিয়া। তিনি আরও বলেন, বাংলাদেশের মধ্যে রাজশাহী-চাপাইনবাবগঞ্জের আম এক নম্বরে আছে। দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানী হচ্ছে এই সুমিষ্ট ফল। কিন্তু কুষ্টিয়াও পিছিয়ে নেই। রাজশাহীর পরেই কুষ্টিয়ার আম সুস্বাদু বলেও জানান তিনি।
ভালোবাসার কুষ্টিয়া’র সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মমধ্যে উপস্থিত ছিলেন,আশরাফ আলী,এস আই সোহেল,মানিরুজ্জামান,রেজবুল হক,আব্দুল লতিফ,লিটনুজ্জামান লিটন,লিজা শেখ,লুৎফুন নাহার রিনা,নাদিরা বেগম,ওবায়দুর রহমান,আলীমুল হক সনজু, রাসেল পারভেজ,ফাতেমা হক মুক্তা,পিংকী চৌধুরী,নীল জয়, শাফিন সাদমান,রাকিব তুহিন,তানভীর আহমেদ,টুটুল রাজা,রিফাত,ইমন প্রমুখ।
উল্লেখ্য, ভালোবাসার কুষ্টিয়া’র এই আয়োজনে সারা দিয়ে বেশ কয়েক দিন আগেই সংগঠনের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা রেজিষ্ট্রেশন শেষ করেন এবং নিদিষ্ট সময়ে সকলেই উপস্থিত থাকায় অনুষ্ঠানটি আরো জমজমাট হয়ে উঠে।