কুষ্টিয়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারিদের জাতীয় বেতন স্কেলের ৫% প্রবৃদ্ধি, বৌশাখী ভাতা ও চাকুরি জাতীয় করনের লক্ষে মানববন্ধন কর্মসূচি ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে স্বাধীনতা শিক্ষক পরিদের পক্ষ থেকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)হাসান হাবিব কাছে স্বারকলিপী প্রদান করা হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ শতাধিক শিক্ষক-কর্মচারি অংশ গ্রহন করেন। স্বাধীনতা শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা আহবায়ক মো আব্দুল সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য নুরজাহান বেগম, বানিয়াপাড়া কলেজের প্রিন্সিপাল আবু-বক্কর প্রমুখ। কর্মসূচিতে বক্তারা জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারিদের জাতীয় বেতন স্কেলের ৫% প্রবৃদ্ধি, বৌশাখী ভাতা ও চাকুরি জাতীয় করনের দাবী জানান। তাদের দাবী পূরন না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।