আগামী ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্ম বার্ষিকী প্রস্তুতি উপলক্ষ্যে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল মিসেস নূরানী ফেরদৌস দিশা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেভিনিউ মুন্সিখানা শাখা ও গোপনীয় শাখার পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ব্যবসা বানিজ্য শাখা, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ. বি. এম. আরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ গিয়াস উদ্দিন আহম্মেদ মিন্টু, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ বার্তার সম্পাদক রশিদ চৌধুরী, আরটিভি জেলা প্রতিনিধি শেখ বেলাল হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ খান, ইনডেপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মিলন উল্লাহ, দৈনিক কুষ্টিয়া পত্রিকার স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম সেতু।
এছাড়াও বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ সুধিজন উপস্থিত ছিলেন।
বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে জেলার রবীন্দ্র কুঠি বাড়ীতে চারদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা, নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।