দৌলতপুর সোনাইকুন্ডি গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে ৫২ পিচ ইয়াবাসহ এক গৃহবধুকে আটক করেছে জেলা মাদকদব্য নিয়ন্ত্রন কার্যালয়।
রবিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান এর নেত্রীত্বে ওই গ্রামে অভিযান করে টোটন চৌধুরীর বসতঘর তল্লাশি করে ৫২ পিস ইয়াবাসহ টোটন চৌধুরীর স্ত্রী বাসরী খাতুন(৩৪) কে আটক করা করে।
পরে সহকারী পরিচালক মিজানুর রহমান কর্তৃক বাদী হয়ে বাসরী খাতুন(৩৪) ও টোটন চৌধুরী(৩৬, পলাতক) পিং মৃত আজহার চৌধুরী দ্বয়কে আসামী করে দৌলতপুর থানায় নিয়মিত মামলা একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৩।