কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ নতুন পাড়া এলাকার আকমল মাঝির ছেলে জনি’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে ৮ম শ্রেণীর ছাত্রী।
গতকাল বিকাল থেকে ওই ছাত্রী এখন বিয়ের দাবিতে অনশন করছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটি জনি’র বাড়ির সামনে অনশন করছিল।
জনি কুষ্টিয়ায় স্বনামধন্য বিআরবি কেবলে চাকুরী করে।
মেয়ের ভাই জানান, জনি’র সাথে গত ২৭শে সেপ্টেম্বর বিয়ের কথা হয়। সেই দিনই বিয়ের দিনতারিখও ঠিক করা হয়। এরপর থেকে জনি তার বোনের সাথে মাঝেমধ্যেই বেড়াতে যেতেন। গত ১১ অক্টোবর বিয়ের দিন তারিখও ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে জনি’র দুলাভাই মাসুদ বিয়ে ভেঙে দেয়।
সরজমিনে গিয়ে দেখা যায়, ওই ছাত্রী জনি’র বাড়ির গেটের সামনে বসে অনশন করছে। সাংবাদিকদের সামনেই মাসুদ ওই ছাত্রীকে হুমকি দিতে থাকে।
৮ম শ্রেণীর ওই ছাত্রী জানান, বিয়ে ঠিক হওয়ায় পর থেকেই জনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। গত ১০/ ১২ দিন আগে জনি আমাকে নিয়ে শিলাইদহ কুঠিবাড়ি বেড়াতে নিয়ে যায়। সেখানে গিয়ে একটি রুমে নিয়ে বলে আমার সাথে তোমার কয়দিন পরেই বিয়ে। এই বলে আমাকে ধর্ষণ করে। সে আমাকে গত শুক্রবার বাড়িতে ডাকে। আমি আজ বিকেলে ওর বাড়ি এসেছিলাম। পরে ওর দুলাভাই একই এলাকার মকবুল বিশ্বাসের ছেলে মাসুদ মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।