কুষ্টিয়ায় বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুলিয়া সুকায়না। এসময় তিনি, অনুদানের চেক দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নমুলক কর্মকর্তান্ড করা এবং সংগঠনের মাধ্যমে মানবসেবা পরিচালনার আহবান জানান।
উপজেলা সমাজকল্যাণ পরিষদ, কুষ্টিয়া সদর কর্তৃক আয়োজিত জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০১৭-২০১৮ অর্থ বছরে কুষ্টিয়া সদর উপজেলায় সমাজসেবা অধিদফতর নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের মধ্যে এককালীন আর্থিক অনুদান প্রদানের চেক বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর উপজেলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া সদর জনাব জুলিয়া সুকায়না।
এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাফউদ্দৌলা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাফউদ্দৌলা জানান,কুষ্টিয়া সদর উপজেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০১৭-২০১৮ অর্থ বছরে কুষ্টিয়া সদর উপজেলায় সমাজসেবা অধিদফতর নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে