কুষ্টিয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। মঙ্গলবার বিকেলে শহর ও শহরতলীর বিভিন্ন ফিলিং ষ্টেশনে এই অভিযান চালনা হয়।
এসময় পরিমাপে কম দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শহরতলীর জুগিয়া মোহনা ফিলিং স্টেশনের মালিককে ১৫হাজার টাকা এবং বারখাদা ত্রিমোহনী এলাকার জান মোহাম্মদ ফিলিং স্টেশনের মালিককে ২২হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. আরিফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পরিমাপে কম দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র/সার্টিফিকেট না থাকায় দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স, ১৯৮২ এর সংশিষ্ট ধারায় শহরতলীর জুগিয়া মোহনা ফিলিং স্টেশনের মালিককে ১৫হাজার টাকা এবং বারখাদা ত্রিমোহনী এলাকার জান মোহাম্মদ ফিলিং স্টেশনের মালিককে ২২হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। জনকল্যাণে ও জনস্বার্থে এমন ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি আইন মেনে চলায় এবং মান নিয়ন্ত্রণ করায় অন্যান্য ফিলিং স্টেশনকে ধন্যবাদ জানানো হয় এবং তা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করা হয়।
এসময় বিএসটিআই এর পরিদর্শক আব্দুর রাকিবসহ আইনশৃক্সখলা র¶াকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।