বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরে এনএস রোডের ইউনাইটেড হাইস্কুলের মার্কেটসহ শহরের বিভিন্ন এলাকায় সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন লিফলেট বিতরণ করেন।
এ সময় বিভিন্ন দোকানদার ও সাধারণ মানুষের সাথে তনি মতবিনিময় করেন এবং লিফলেট হাতে হাতে তুলে দেন। এ সময় জনসাধারণ জনগণ খুবই আগ্রহচিত্তে সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের হাত থেকে লিফলেট গ্রহণ করেন। লিফলেট বিতরণ করেন জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় তিনি বলেন, প্রতিহিংসার বিচারে বন্দী; গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে অবিলম্বে মুক্তি চাই।
(সংবাদ বিজ্ঞপ্তি)