বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ২০১৭-২০১৮ কুষ্টিয়া অঞ্চলের সর্ব্বোচ্চ বীজ বিক্রেতা বিএডিসি বীজ ডিলারগণের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়ার জুগিয়া উদ্যানে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) মোঃ মাহবুবুর রহমান।
বিএডিসির খুলনা বিভাগের যুগ্ম পরিচালক (বীজ বিপনন) প্রকাশ কান্তি মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএডিসি (বীজ বিপনন) কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক কামরুজ্জামান, উদ্যানের উপপরিচালক আম্বিয়াতুন্নেছা, আলুবীজের উপপরিচালক কামরুজ্জামান সরকার, বিএডিসির কুষ্টিয়ার ডিলার ফকরুল ইসলাম সিদ্দিকী, চুয়াডাঙ্গার বিএডিসির ডিলার শেখ আবু জাফর,মেহেরপুরের বিএডিসির ডিলার আরমান আলী।
কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার বিএডিসির ডিলারগণ উপস্থিত ছিলেন। পরে সর্বোচ্চ বীজ বিক্রেতা হিসেবে ডিলারদের মাঝে পুরস্কার বিতরন করেন। এরমধ্যে প্রথম পুরস্কার পান মেহেরপুরের বিএডিসির ডিলার আরমান আলী, দ্বিতীয় পুরস্কার পান যৌথভাবে বিএডিসির কুষ্টিয়ার ডিলার কুষ্টিয়া সীড ষ্টোরের ফকরুল ইসলাম ও রিপন সীড ষ্টোরের এএম জুবায়েদ রিপন, তৃতীয় পুরস্কার পান সাগর সীড ষ্টোরের এম জেড সাইদী সাগর।
Discussion about this post