কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়নার হস্তক্ষেপে অষ্টম শ্রেনীর এক শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। বাল্য বিয়ের খবর শুনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না বিয়ে বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন।
সোমবার বিকেলে বিয়ের প্রস্তুতিকালে কনের বাড়িতে অভিযানে তাদের বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়না ও সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া সুকায়নার পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে ওই স্থানে অভিযান চালান। এবং কনেসহ তার নিকট আত্মীয়দের আটক করেন। পরে কনের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত কনের বাবা-মা বিয়ে দিতে পারবে না মর্মে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।