কুষ্টিয়ায় বাজার অভিযানে মুল্য তালিকা না থাকার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকালে কুষ্টিয়া শহরের পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।
এসময় তিনি জানান, মুল্য তালিকা না থাকার অপরাধে পৌর বাজারের নিউ স্বপন ষ্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৫ হাজার টাকা এবং একই বাজারের বাধন ষ্টোরকে ৫ হাজার টাকা টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম, জেলা বাজার কর্মকর্তা প্রতিনিধি ও মৎস্য কর্মকর্তা প্রতিনিধিসহ আইনশক্সখলা বাহিনী উপস্থিত ছিলেন।