কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতুর উজানে ভাঙনরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শন করেছে প্রকল্প সংশ্লিষ্ট টাস্কফোর্স কমিটি।
শনিবার (০৬ জুলাই) বেলা ১১টায় টাস্কফোর্স কমিটি কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতুর পাশে চলমান অস্থায়ী প্রতিরক্ষা প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- টাস্কফোর্স কমিটি আহ্বায়ক পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু, সদস্য সচিব উপ-বিভাগীয় প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ, সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবাইদুর রহমান প্রমুখ।
গত বর্ষা মৌসুমে শেখ রাসেল সেতুর উজানে নদী ভাঙন রোধে ১৫ লাখ টাকা ব্যয় করে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এরপরও ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় ১৪০ মিটার নদীর পাড়। এর পরিপ্রেক্ষিতে আসন্ন বর্ষায় ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারের নির্দেশে অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণে ব্যবহৃত হচ্ছে ৪৩শ’ জিও টেক্স ব্যাগ। কাজটি সঠিকভাবে হচ্ছে কি না তা দেখতেই টাস্কফোর্স টিম পরিদর্শনে আসে।