জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীতে কু্ষ্টিয়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালিত, আলোকচিত্র প্রদর্শন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৩০ সালের ৮ই আগষ্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মম মৃত্যুবরণ করেন।
উক্ত অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা মহিলা আওয়ামীলীগ কুষ্টিয়ার চেয়ারম্যান জেব-উন-নেসা সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, যুগ্ন সাধারন সম্পাদক প্রোকৌশলী ফারুক-উজ-জামান, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, ব্যারিষ্টার গৌরব চাকী। অনুষ্ঠানে পরিচালনা করেন ইসলামীয়া কলেজ সহকারী অধ্যাপক পারভিন আক্তার লাভলী। আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা প্রোগ্রামার শাহিন উদ্দিন ও নির্বাহী অফিসার নুরতাজ বেগম, জেলা যুব মহিলালীগ সিনিয়র যুগ্ন আহবায়ক মেহরীন আহম্মেদ, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নারগিস বিশ্বাস, ১৬নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী সুলতানা করিম সহ সংগঠনের নেত্রী বৃন্দ।