কুষ্টিয়ায় আনন্দঘন পরিবেশে স্বদেশী মনের প্রবাসী কবি মইনুল হক মইনের ” দূরত্ব মাত্র ত্রিশ সেন্টিমিটার” কবিতার বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে বিশিষ্ট নাট্য পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বইয়ের মোড়ক উম্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন, কবি মাইনুল হক ও তাঁর বিদেশী অর্ধাঙ্গি মারিয়া।
এর আগে শিল্পকলা একাডেমীতে মাইনুল হকের স্বদেশী বন্ধুরা মেতে উঠে এক জম্পেশ আড্ডায়। পাশাপাশি ফুলের মালা ও ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকে কবি বন্ধু ও তার অর্ধাঙ্গিনীর অপেথঁদরয়। এরই মাঝে দেশীয় বাহারী আইটেমের খাবারে দুপুরের খাওয়ার পর্বটাও সেরে নেন উপস্থিত সকলে।
অপে¶ার পালা শেষ করে কবি মাইনুল ও মারিয়া উপস্থিত হতেই তাদের পুুস্পমাল্য দিয়ে বরণ করে নেন বন্ধ¯^জনরা। দীর্ঘদিন পর বন্ধু ও তার বিদেশী অর্ধাঙ্গিনী কে পেয়ে তাদের সাথে নানা ভঙ্গীতে সেলফি তুলতে মেতে উঠেন কেউ কেউ।
আড্ডার ফাকেই বন্ধুদের কাছে জানা হলো কবি মইনুল হকের জন্ম কুষ্টিয়াতে না হলেও কুষ্টিয়াকে তার অকৃত্রিম ভালো বাসার কিছু কথা। জন্ম ফরিদপুরের একটা নিভৃত শহরের তাড়াইল গ্রামে। বাবার চাকুরীসূত্রে কবি তার শৈশব এবং কৈশোরের বেশ কিছু সময় কাটিয়েছেন,ঢাকা, মাগুরা ও যশোরে। পড়াশোনা শুরু রাজারবাগ পুলিশ লাইন স্কুলে এবং যশোর মাইকেল মধুসূদন কলেজ থেকে পড়াশোনা শেষ করেন। বাবার বদলীসূত্রে সত্তর দশকের শেষের দিকে সপরিবারে চলে আসেন কুষ্টিয়ায়। কবি মইনের মায়ের সব চেয়ে পছন্দের শহর ছিল কুষ্টিয়া শহর। তাঁর ইচ্ছাতেই কবি মইনের বাবা স্থায়ী নিবাস করেন কুষ্টিয়া শহরে।
কবি মইনুল হক মইন বলেন, আমার বাবার লিখা থেকেই আমার মনে লেখার আগ্রহ জাগে। বাবা কবিতা,ছোট গল্প, লিখতেন। সেই থেকে লিখার আগ্রহ থাকলেও পেরে উঠিনি। তিনি বলেন, জীবনের অর্ধেক সময় বিদেশে কাটিয়েছি। সেই সময়েই বসে আমার লেখার আগ্রহ বেড়ে যায়। আর সেই থেকে এবং প্রবাসে আমার বেদেশী অর্ধাঙ্গিনী মারিয়া আমাকে লেখার প্রতি অনুপ্রেরণা যোগাতে থাকে। তার প্রেরণায় আমার এই লিখা।