কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মোল্লাপাড়ায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার ১৪/০৫/২০১৯ তারিখ দুপুরে এ ঘটনা ঘটে।
কালুর শিশু কণ্যা সজনী খাতুন (০৬) বাড়ীর পাশে খেলাকরার সময় প্রতিবেশী মান্নান (৪৫) এর বাড়ীর দেওয়ালে সাথে একটি দাগ দেওয়া কে কেন্দ্র করে কালু বাড়ীতে না থাকাই তার বউ রেশমা খাতুন (২৮) কে মান্নানের বাড়ীতে টেনে হিচড়ে নিয়ে গিয়ে মারধর করেন। গৃহবধু রেশমা কে একা পেয়ে মান্নানের বউ ও মেয়েরা সহ মান্নান নিজে থেকে তার ঘরে বন্দি করে রেশমা কে এলোপাতাড়ী ভাবে মারপিট করতে থাকেন।
এই সময় গৃহবধু রেশমার চিৎকার শুনে পাশের বাড়ীর লোকজন ছুড়ে এসে রেশমাকে মান্নান এর ঘর থেকে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা দেন।পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন রেশমার পরিবার যেনো থানায় গিয়ে মামলা না করে এর জন্য বিভিন্ন ভাবে হুমকী দামকী দিয়ে যাচ্ছে মান্নান।
উক্ত এলাকার কিছু প্রতিবেশীরা বলেন যে, এই মান্নান এখানকার স্থানীয় না, সে এখানে জমি কিনে বাড়ীর কারার সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে তার ঝামেলা হতেই থাকে। এদের কাজই মানুষের সাথে মারামারি করা। আর এই মারামারি করার কারণেই মান্নান তার নিজ এলাকায় ঠিকতে পারেনাই। আর এখানেও সে একক কাজ করে চলেছে। প্রতিবেশীদের এখন একটাই প্রশ্ন মনে যে, মান্নানের খুঁটির জোর কোথাই।
এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। আহত ও ঘর ছাড়া গৃহবধু রেশমার পরিবার।