কুষ্টিয়ায় আজ রোববার সকালে গলাকাটা লাশ উদ্ধারের পর এবার সকাল সাড়ে ১১ টার দিকে পোড়াদহ থেকে আরো এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ লাশটি কামারডাঙ্গা রেল ব্রীজের নীচ থেকে উদ্ধার করে।
পোড়াদহ রেলওয়ে পুলিশ জানায়, সকালে একজন এলাকার কামারডাঙা রেল ব্রিজের নিচে অজ্ঞাত বৃদ্ধের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠাই। আজ্ঞাত ওই বৃদ্ধা বয়সস আনুমানিক ৭০ বছর।
এব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নম্বর 03, 18/02/2018