কুষ্টিয়ায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’র মাসিক সভা গতকাল সকাল সাড়ে ৯টায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের স্বগীয় জাগন্নাথ পাড়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মাসিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম.এম.মোর্শেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী সুলতানা পলি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুয়েল রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন সহকারী জজ মেঘা গুপ্তা, সহকারী জজ রাইসা সরকার, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনর্চাজ গোলাম মোস্তফা, দৌলতপুর ওসি এম এম আরিফুর রহমান, কুমারখালী থানার ওসি জাহাঙ্গীর, ইবি থানার ওসি মোঃ জাহাঙ্গীর আরিজ, পুঃ পরিঃ ( তদন্ত) মিরপুর থানার জাবীদ হাসান, পুলিশ পরিদর্শক ওসি ডিবি মোঃ আমিনুল ইসলাম, টি,আই কুষ্টিয়া মোঃ ফকরুল আলম, পুলিশ পরিদর্শক সি আই ডি আল ইমরান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আর এমও ডা: তাপস কুমার সরকার, নারী ও শিশু পি,পি, আব্দুল হালিম, অতিরিক্ত পিপি মঞ্জুরী বেগম, এপিপি মারুফ বিল্লাহ, সিভিল সার্জেন অফিস কুষ্টিয়ার প্রতিনিধি ডাঃ জেসমিন আরা প্রমুখ।