কুষ্টিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তৌহিদ নামের এক ডাকাত নিহত হয়েছেন। নিহত তৌহিদ (৩৫) শৈলকুপা থানার মথুরাপুর গ্রামের ইসমাইলের ছেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ১টি বন্দুক, ১টি গাছকাটা করাত, বেশ কিছু মোটা দড়ি এবং এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে বলে জানান পুলিশ।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গায় মহাসড়কে গাছের সাথে দড়ি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে।
এমন সংবাদের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের একটি টিম সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনায় অজ্ঞাত এক ডাকাত গুলিবিদ্ধ হলে পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বন্দুকযুদ্ধের এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এস আই মো. রাশেদুল ইসলাম, কনস্টেবল মো. আহাদুল ইসলাম আহত হয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ১টি বন্দুক, ১টি গাছকাটা করাত ও মোটা দড়ি। নিহত ওই ডাকাতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহত তৌহিদের ভাই নাহিদ ও পরিবারের সদস্যরা জানান, তোহিদ কে ৩ দিন আগে পুলিশ আটক করেছে শুনে পরে কুষ্টিয়া ডিবি অফিসে খোজ নিলে পুলিশ তাকে আটক করেনি বলে জানায়। আজ সকালে জানতে পারে পুলিশের ক্রসফায়ারে তহিদ নিহত হয়েছে।