কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা, পাটিকাবাড়ী, গোস্বামী দূর্গাপুর ও মনোহরদিয়া ইউনিয়নের ৫৩ জন পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থেকে উপজেলার এসব ইউনিয়ন পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুলিয়া সুকায়না।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার মিশন ও ভিশন নিয়ে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে নিতে হলে সমাজের পিছিয়েপড়া জাতি ও মানুষদের ¯^াবলম্বী করতে হলে দারিদ্র্যমুক্ত করতে হবে। সে লক্ষ্যে সরকার দেশকে ভিক্ষুমুক্ত করার লক্ষ্যে নিয়ে কাজ করছে।
পরে এসব পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে কম্বল ও চাল. ডাল, তেলসহ শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কণকনে শীতের মধ্যে কম্বল এবং এসব শুকনো খাদ্যসামগ্রী পেয়ে খুশী এসব অসহায় ব্যক্তিরা।
এসময় সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।