কুষ্টিয়ার পুলিশ লাইন্স এ যথাযোগ্য মর্যাদায় ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০১৮’ পালিত হয়েছে। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিববার পুলিশ মেমোরিয়াল ডে পালন করেন।
দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল- পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে স্বীকৃতি স্মারক প্রদান ইত্যাদি।
কুষ্টিয়া পুলিশ লাইন্স এ স্মৃতিস্তম্ভে পুলিশ সুপার এস এম মেহেদী হাসান নিহত পুলিশ সদস্যদের পরিবার পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটি কর্মসূচি শুরু হয়। পরে একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
২০১৭ সাল থেকে নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১ মার্চ পালন হয়ে আসছে। পরে কনভেনশন হলে আয়োজিত স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম মেহেদী হাসানের সভাপেতেত্ব পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।