Thursday, June 8, 2023
প্রচ্ছদকুষ্টিয়াঅপরাধকুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিল হাজার গ্রাহকের ক্ষোভ প্রকাশ

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিল হাজার গ্রাহকের ক্ষোভ প্রকাশ

Published on

কুষ্টিয়া সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় এক হাজার গ্রাহক ভুতুড়ে বিলের কবলে পড়েছে। অতিমাত্রায় বিদ্যুৎ বিল আসায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা। অবশ্য অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার কারণ খতিয়ে দেখে বিল সমন্বয় করার আশ্বাস দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক ম্যানেজার ।

কুষ্টিয়ার পল্লী বিদ্যুৎ সমিতির বটতৈল সাব জোনাল অফিসের আওতায় জিয়ারখি, মঠপাড়া, এবং মেটন এলাকায় অতিমাত্রায় বিদ্যুৎ বিল আসছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ ব্যবহারকারীরা। গ্রাহকদের অভিযোগ, প্রতি মাসে যে পরিমাণ বিদ্যুৎ বিল আসে তার থেকে ৪ থেকে ৫ গুণ বেশি বিল আগস্ট মাসে গ্রাহকের কাছ থেকে নেয়া হচ্ছে । অতিমাত্রায় বিদ্যুৎ বিল আসায় বিপাকে পড়েছেন ৬ হাজার বিদ্যুৎ গ্রাহক ।

গ্রাহকরা জানান, জুন মাসে বিদ্যুৎ বিল এসেছে ২২৭ টাকা। আর জুলাই মাসে এসেছে ২৭০০ টাকা। বাসায় একটি ফ্যান ও ফ্রিজ চলে। এবং দুইটি বাতি জ্বলে। আমার এত বিল কেন আসবে?

অন্য গ্রাহক জানান, প্রথম মাসে ১৫৭ টাকা বিল এসেছে। এরপরে এসেছে ৭৮৮ টাকা। আমি গরীব মানুষ ভ্যান চালাই খাই। এত টাকা বিল কীভাবে দিবো।

জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেছেন একই পরিমাণ বিদ্যুৎ জুলাই মাসে ব্যবহার করেছেন গ্রাহকেরা যার ফলে অতিরিক্ত বিল আসায় সংসারে অতিরিক্ত চাপ পড়ছে বলে জানান গ্রাহকরা ।

বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পরা গ্রাহকরা জানান, গত মাসে বিদ্যুৎ বিল এসেছে ২২০ টাকা। আর এ মাসে বিল এসেছে ১১৮০ টাকা। এ বিলে কারণে সংসারে ঘাটতি হচ্ছে। কী কারণে আমরা ঘাটতি দেবো। আর এর সমাধান চাই।

এ অবস্থায় অতিরিক্ত বিল সমন্বয়ের দাবি জানিয়েছেন গ্রাহকেরা। সেই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে এর সমাধান চান তারা।

কুষ্টিয়ার ৩টি এলাকা থেকে বেশি বিদ্যুৎ বিল আসার অভিযোগ রয়েছে, অভিযোগের ভিত্তিতে মিটার রিডারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর তদন্ত সাপেক্ষে বিল সমন্বয় করা হবে বলে জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক ম্যানেজার মো. হারুন অর রশীদ।

তিনি বলেন, কোন গ্রাহক যদি অভিযোগ দিয়ে থাকে তার বিলটি অস্বাভাবিক। সেই ক্ষেত্রে তদন্ত করে এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে, কুষ্টিয়া সদর উপকেন্দ্রে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক রয়েছে ৯৪ হাজার ৮শ ৩৪ জন।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...