পরকীয়া সংক্রান্ত জের ধরে কুষ্টিয়ার ইবি থানাধীন আব্দালপুর গ্রামের জের আলীর ছেলে খোকন গাইনকে বেধড়ক মারিপট করেছে একই গ্রামের আশরাফুল ও তার সহযোগিরা। শরীরে জখম নিয়ে আহত খোকন গাইন বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
তথ্যানুসন্ধানে জানা যায়, আব্দালপুর গ্রামের দিনমজুর আশরাফুলের স্ত্রী মমতাজের সাথে আহত যুবক খোকন গাইনের পরকীয়ার সম্পর্ক তৈরী। দুজনের গোপন আলাপচারিতাও দীর্ঘদিনের।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ভোর আনুমানিক ৪ টার দিকে খোকন গাইন মমতাজের সাথে দেখা করার উদ্দেশ্যে আশরাফুলের বাড়িতে আসে। আশরাফুল খোকনের উপস্থিতি বুঝতে পেরে বেশ কয়েকজন সহযোগিকে নিয়ে খোকন গাইনকে বেধড়ক মারপিট করে মৃত ভেবে বাড়ির পাশে কাঁদা পানির মধ্যে ফেলে দেই।
এলাকাবাসী খোকন গাইনকে কাঁদা পানির মধ্যে পড়ে থাকতে দেখে মৃত ভেবে ইবি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে খোকন গাইনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে খোকনের জ্ঞান ফিরে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় আশরাফুলের স্ত্রী মমতাজকে জিঙ্গাসাবাদের জন্য আটক করে থানায় নিয়েছে ইবি থানা পুলিশ।