কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের ত্রিমোহনী গোবিন্দপুর নামক স্থানে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে কালু(৩৫) হেলপার নিহত হয়েছে। এছাড়াও বাসের মধ্যে থাকা আরো অন্তত ১৫ জন আহত হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের গোবিন্দপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছুটে এসে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ভেড়ামারা থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি পাশবর্তি খাদে উল্টে যায়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ১০জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর।
চিকিৎসাধীন আহত কয়েকজনের ধারণা ভাঙ্গা সড়কের কারনে বাসের চালক নিয়ন্ত্রন হারায়য়। এসময় বাসটি পাশের খাদে উল্টে যায়।