কুষ্টিয়া মিরপুর উপজেলাধীন মশান পূর্ব শাহপাড়া এলাকায় অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত নিজ পাষণ্ড পিতা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে।
এলাকাবাসী জানান, মশান গ্রামের পূর্ব শাহপাড়া এলাকায় কুতুবউদ্দিন বিধবা মা, স্বামী পরিত্যাক্ত বোন ও স্ত্রী, কন্যা ও ছেলেকে নিয়ে বসবাস করে। কুতুবউদ্দিন পেশায় একজন বিস্কুটের কারিগর। এক সময় নিজ মেয়ের উপর কুনজর পড়ে।
ঘটনার দিন সন্ধ্যার সময় মেয়েটির মা ও ফুফু পাশের বাড়ীতে যায়। মেয়েকে ঘরে একা পেয়ে জোর করে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় পিতা নামের নরপশু। মেয়েটির শত মিনতি ও বাঁধা কোন কিছুই মানেননি পাষণ্ড পিতা কুতুবউদ্দিন। মেয়েটির মা বাড়ী ফিরলে ঘটনাটি তার মায়ের নিকট জানায়।
পরে সাস্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঐ রাতে কুতুবউদ্দিনকে মারধোর করে আটকিয়ে রাখে। এক পর্যায়ে কৌশলে কুতুবউদ্দিন পালিয়ে যায়। এই অবস্থা দেখে মেয়েটির মা মান-সম্মান ও লোক লজ্জার ভয়ে ঐ রাতে মেয়েকে সাথে নিয়ে বাবার বাড়ীতে চলে যায়। পরের দিন মঙ্গলবার বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই সাথে এলাকাবাসী পাষন্ড পিতা কুতুবউদ্দিনের সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি আমি জানার পরে কুতুবউদ্দিন এর বাড়ীতে লোক পাঠীয়েছিলাম বাড়ি তালা মারা আছে বাড়ীতে কাউকে পাওয়া যায় নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি শুনেছি কিন্তু কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
Discussion about this post