Tuesday, March 21, 2023
প্রচ্ছদকুষ্টিয়াখোকসাকুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

Published on

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কুষ্টিয়ার খোকসার গোপগ্রামের ধানক্ষেত থেকে তুষার (২০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় খোকসা থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার বিকালে উপজেলার গোপগ্রাম ইউনিয়ন পরিষদের আধা কিলোমিটার দূরে মাঠের মধ্যে ধানক্ষেতে দুর্গন্ধ পান কৃষকরা। এ সময় এক কৃষক দুর্গন্ধের সূত্র ধরে যুবকের মরদেহ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে আমলাবাড়িয়া গ্রামের খন্দোকার আব্দুল হান্নান এসে মৃতদেহটি তার নিখোঁজ ছেলে তুষারের (২০) নিশ্চিত করেন। 

তুষারের বাবা খন্দোকার আব্দুল হান্নান জানান, গত বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তুষার বাড়ির সামনের রাস্তায় যায়। গভীর রাত পর্যন্ত বাড়ি ফিরে না আসায় তারা ছেলেকে খোঁজা-খুঁজি করেন। এরপর থেকে তুষার নিখোঁজ ছিল। চার দিন পর রবিবার বিকালে তিনি নিখোঁজ ছেলের মৃতদেহের সন্ধান পান। 

আব্দুল হান্নান বলেন, তুষারের সঙ্গে গ্রামের কারও কোনো বিরোধ নেই। জনি ও অন্তু নামের দুই যুবকের সঙ্গে মোবাইল ফোন ও মেমোরি কার্ড নিয়ে বিরোধ হয়েছিল। তারা তুষারকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছিল। নিহত যুবক তুষার পেশায় অটো চালক। নাবিলা নামের তার এক বছরের এক কন্যা সন্তান রয়েছে। 

নিহত যুবকের মা মাকসুদা জানান, গ্রামের জনি ও অন্তু নামের দুই যুবকের চুরির অপবাদ দিয়ে তার ছেলে তুষারের ওপর নির্যাতন করেছিল। সেই সময় থেকে ওই যুবকরা তুষারকে হুমকি-ধামকি দিত। প্রতিদিন সন্ধ্যার আগেই সে অটো নিয়ে বাড়ি ফিরত। বুধবারেও সে একই সময়ে বাড়ি ফিরেছিল। মোবাইল ফোন বিরোধের জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

খোকসা থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

“লাশের দেহে বিভিন্ন স্থানে আঘাতজনিত ক্ষত চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মারধর ও শ্বাসরোধ করে হত্যা শেষে ধানক্ষেতে লাশ ফেলে যায় দূর্বৃত্তরা।”

ওসি বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে। তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ দিয়ে তৈরি হচ্ছে গুড় | ব্যবস্থাপকের কারাদণ্ড

কুষ্টিয়ার খোকসায় আখেঁর গুড়ের সঙ্গে মানব দেহের জন্য ক্ষতিকারক ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ ও...

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকা প্রতিযোগিতা

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার বাকি মাত্র একদিন। বিশ্বকাপ আসলেই বাংলাদেশে শুরু হয়ে যায় ব্রাজিল...

কুষ্টিয়া করোনা আপডেট: আক্রান্ত হাজার ছাড়াল | নতুন শনাক্ত ৪৫ জন

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলার ১২৮ টি রিপোর্ট...