কুষ্টিয়ায় বিভিন্ন মামলায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলাব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের কন্ট্রোলরুম থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড যেন কেউ না চালাতে পারে সে দিকে সতর্ক থেকে নাশকতাবিরোধী এ অভিযান অব্যহত থাকবে বলে সাংবাদিকদের জানান কুষ্টিয়া পুলিশ সুপার মেহেদী হাসান।