কুষ্টিয়া-পান্টি সড়কের বংশীতলায় নসিমনের চাকায় পৃষ্ট হয়ে গৃহবধূ হেমন্ত খাতুন (১৯) নিহত হয়েছে। এ ঘটনায় তার স্বামী সুমন (২২) আহত হয়েছে।
সোমবার (৬ আগস্ট) বেলা ২টার দিকে বংশীতলা জুলার মোড় নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, দুপুরে মোটরসাইকেল যোগে কাঞ্চনপুর থেকে বাঁশগ্রামের দিকে যাচ্ছিল ওই গৃহবধূ এ সময় বাঁশগ্রাম থেকে কুষ্টিয়াগামী ভুট্টা বোঝাই নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হেমন্ত খাতুন ঘটনাস্থলেই মারা যায়। তার স্বামী সুমন আহত হয়। আহত সুমনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। নিহত হেমন্ত খাতুন কুমারখালী উপজেলার ভাড়রা গ্রামের সুমনের স্ত্রী।