কুষ্টিয়ায় ট্রেন থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালের পোড়াদহ জি আর পি থানার এস আই আবুল হাসেম খন্দকার সংীয়ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ওই মহিলা কে আটক করে। তার নাম আনোয়ারা খাতুন ওরফে আনেহার (৫০)। সে চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর গ্রামের হানেফ মন্ডল ওরফে জাহের মন্ডলের স্ত্রী।
পোড়াদহ জি আর পি থানার এস আই আবুল হাসেম খন্দকার জানান, গোপন সংবাদে জানতে পারেন চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়িগামী নকশীকাঁথা মেইল ট্রেনে মাদকসহ এক ব্যবসায়ী অবস্থান করেছে। এমন সংবাদে ওই ট্রেনে অভিযান চালিয়ে ননকশীকাঁথা ট্রেনে তল্লাসী করে ২৫ নং বোগি থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আনোয়ারা খাতুন কে আটক করে।
এ ঘটনায় মাদক আইনে আনোয়ারা খাতুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০১। ০৫/০৩/২০১৮ ইং।