“দুই জনের জেল ও লাখ টাকা জরিমানা”
কুষ্টিয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে প্যামপাস এগ্রো এন্ড লজিস্টিক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের দুজন মালিককে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় প্যামপাস এগ্রো এন্ড লজিস্টিক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান। তাকে সহায়তা করেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারি পরিচালক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত ও স্যানিটারী ইন্সপেক্টর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান , যমুনার উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারজাতকরণ করছে একটি প্রতিষ্ঠান। এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে শহরের জেলখানা মোড় এলাকায় প্যামপাস এগ্রো এন্ড লজিস্টিক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার জব্দসহ, বেশ কিছু পরিমাণ মাস্ক উদ্ধার করা হয় ।
তিনি আরও জানান, কারখানাটিতে কেমিস্ট বা ল্যাবের কার্যক্রম নেই। নিজেরাই এসব পন্য তৈরি করে বাজারজাত করে আসছিলো। এবং অনুমোদন না থাকলেও প্রতিষ্ঠানটি যমুনার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ক্লিন এন্ড কেয়ার নামে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তা বাজারে বিক্রি করে আসছিল।
শুধু তাই নয়, নকল হ্যান্ডস্যানিটাইজারের পাশাপাশি নকল সার্জিক্যাল মাস্ক, নকল পিপিই, নকল হ্যান্ডওয়াশ, নকল টয়লেট ক্লিনার, নকল টাইলস ক্লিনার, নকল জীবানুনাশক বিভিন্ন নকল পরিস্কারক পন্য তৈরির করছিলো।
অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলাম স্বপন ও নূর মোহাম্মদ খান শিমুল নামে দুই ব্যক্তিকে তিন মাসের কারাদন্ড এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
এসময় প্রায় এক হাজার পিস হ্যান্ডস্যানিটাইজার, ৬ হাজার পিস সার্জিক্যাল মাস্ক, ২১ পিস পিপিই জব্দ করা হয়।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।