কুষ্টিয়ায় সরকার নির্ধারিত ১০৪০ টাকা মণ দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনাসহ ৫ দফা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০টায় শহরের থানা মোড়ে এ মানববন্ধন করেন কৃষক ও কৃষকের স্বার্থরক্ষা কমিটি।
তাদের অন্য দাবিগুলো হলো- প্রতি ইউনিয়নে একটি করে ফসল ক্রয়কেন্দ্র স্থাপন, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নির্ধারণ, আখের বকেয়া টাকা পরিশোধ, কৃষকের ফসল উৎপাদনের সব যন্ত্রাংশের ওপর ভুর্তকি সরাসরি কৃষককে দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা শাহাবুব আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, রবীন্দ্র মৌত্রী বিশ্ববিদ্যালয়ের ডিন ড. শহিদুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক হেলাল উদ্দীন, বাসদ কুষ্টিয়া জেলার আহবায়ক কমরেড শফিউর রহমান, ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল, কৃষক নেতা ইসারুল ইসলাম, আশরাফুল ইসলাম আশরাফ, সাইদুর রহমান মন্টু, নাসির উদ্দীন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তি কনক চৌধুরী, আব্দুল আজিজ, অধ্যাপক নাসির উদ্দীন প্রমুখ।