কুষ্টিয়ায় শ্রমিকদের ডাকা ধর্মঘটে সকল যানবাহন বন্ধের মধ্যে বিআরটিসি’র নতুন এসি বাসসহ ৪টি যাত্রীবাহী বাস কুষ্টিয়া-খুলনা সড়কে চলাচলে উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মজমপুর গেটস্থ বিআরটিসির এই যাত্রীবাহী বাসের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও স্থানীয় এজেন্ট রোকনুজ্জামানসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ অন্যান্যরা।
এসময় সেখানে উপস্থিত বিআরটিসি কর্মকর্তা এসিও রাজু আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া থেকে খুলনা রুটে সরাসরি চলাচলে বিআরটিসির যাত্রীবাহী বাস চালুর দাবি ছিলো। সেকারনে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্তৃপক্ষ এই রুটে আজ নতুন ৪টি বাস সংযোজনসহ আনুষ্ঠানিক যাত্র শুরু হলো।
এর আগে, মঙ্গলবার কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের বৈঠকে পরিবহন চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পরিবহন শ্রমিকেরা।
সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে শেখপাড়া, ঝিনাইদহ, কালিগঞ্জ, যশোর স্টপেজ দিয়ে খুলনা পর্যন্ত চলাচল করবে। প্রথামিক ভাবে কুষ্টিয়া হইতে খুলনা পর্যন্ত ১৬৫ কি:মি: যাত্রী ভাড়া নির্ধারিত হয়েছে ৩শ টাকা। যাত্রী সেবার যোগাযোগে ০১৭১০-৭৪৭৫৪৫ সেল ফোনে কথা বলতে পারেন।