কুষ্টিয়ায় দেশীয় তৈরি পাইপ গান (এল,জি), ৫ রাউন্ড গুলি এবং১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইমরান খান ওরফে রোমান (২৭) নামের এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দুপুরে সদর উপজেলার মতিমিয়া রেলগেট এলাকার দিলু কাজীর বাসার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত ইমরান খান ওরফে রোমান শহরতলীর কালিশঙ্করপুর পুরাতন আর্মি ক্যাম্পের পিছনের মো: সামছুল আলমের ছেলে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মনির জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মতিমিয়া রেলগেট এলাকার মাদক ও অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন ষংবাদের ভিত্তিতে সেখানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক এস আই হালিম ও কসনষ্টেবল কনক অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার কাছে থাকা একটি দেশীয় তৈরি পাইপ গান ৫ রাউন্ড গুলি এবং ১৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ইমরান খান ওরফে রোমান মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলেও জানান তিনি।
এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।