Monday, March 20, 2023
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়ায় দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

কুষ্টিয়ায় দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

Published on

‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবের উদ্বোধন করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা বিভাগের সমন্বয়ক ও মহাপরিচালিক মো. আলতাফ হোসেন।

এসময় তিনি বলেন, ‘সাংস্কৃতিক প্রচার প্রসারের সাথে সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরকে হবে। সকলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্যে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুর্দ্ধ করতে সাংস্কৃতিক উৎসব অগ্রণী ভূমিকা রাখবে।’

সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতিও বিশিষ্ট লেখক ও কলামিষ্ট শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, ইবির বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, সনাকের জেলা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি রবিউল ইসলাম, ম্যাজিষ্ট্রেট পার্থ প্রতীম শীল। এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে দেশের ৬৪ জেলায় দু’দিনব্যাপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। সারা দেশে দু’দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে মেতে উঠবে দেশ। তৃর্ণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশ ঘটাতে জেলায়-জেলায় ‘সাংস্কৃতিক উৎসব ২০১৮’ উদ্যাপন করা হচ্ছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আবহমান বাংলার কৃষ্টি, সাংস্কৃতি এবং ঐতিহ্যের লালন ও প্রসারের অংশ হিসেবে কুষ্টিয়ার লালন একাডেমীর মিলনায়তনে দুইদিন ব্যাপি ‘সাংস্কৃতিক উৎসব ২০১৮’ সমাপনী হবে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কুষ্টিয়ার মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিঠু শেখ (১৪) নামে...

যশোর বোর্ডে পাসের হার ৯৫% | কুষ্টিয়ায় শীর্ষে জিলা স্কুল, জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন

মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ বছর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সব রেকর্ড ভঙ্গ করেছে।...