কুষ্টিয়ায় দিনেদুপুরে চাঁদা নিতে এসে জনতার বাধার মুখে মটরসাইকেল ফেলে পালিয়ে গেল চাঁদাবাজরা।
কুষ্টিয়া শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা নিতে জনতার বাধারমুখে মটরসাইকেল ফেলে পালিয়ে গেলেন শহরের চিহ্নিত চাঁদাবাজরা। পরে পুলিশ এসে চাঁদাবাজদের ফেলে যাওয়া মটরসাইকেল উদ্ধার করে নিয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারিনি। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় ওই প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, কুষ্টিয়ার শহরের কবি আজিজুর রহমান সড়কের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কাছে গাড়া আলম ( ০১৭২৫৭০২২২২) মোবাইল নম্বর থেকে (১৬ নভেম্বর) সকালে মোটা অংকের চাঁদা দাবী করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকী দেয়। এক পর্যায়ে বিকেলে চাঁদাবাজ গাড়া আলম তার সহযোগী আশাকে নিয়ে মটরসাইকেল যোগে রফিকুলের প্রতিষ্ঠানে হাজির হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাঁদা চাই। এ সময় রফিকুল চিৎকার করলে চাঁদাবাজ সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর খবর পেয়ে কুষ্টিয়ার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং চাঁদাবাজদের ব্যবহৃত ফেলে যাওয়া মটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারিনি পুলিশ।
একাবাসী জানান, বহু অপকর্মের হুতা গাড়া আলম ইতিপূর্বে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালানোর অভিযোগে পুলিশের হাতে আটক হয়। পরে সেখান থেকে বেড়িয়ে আবারও অপকর্ম চালিয়ে গেলেও তার কাছে আগ্নেয়াস্ত্র থাকায় ভয়ে কেউ কোথাও অভিযোগ করতে সাহস দেখায় না।
এঘটনায় কুষ্টিয়া মডেল থানার এসআই আতিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনার পর আমি একাধিক বার অভিযান চালিয়েছি কিন্তু অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করতে পারিনি।