বিএসটিআই নির্ধারিত মাপের চেয়ে অপেক্ষাকৃত ছোট মাপে ইট তৈরী ও তা বিক্রির দায়ে কুষ্টিয়ায় তিন ইটভাটা মালিককে ১,৫০,০০০/(এক লক্ষ পঞ্চাশ) টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়।
জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক ইবি থানাধীন বড় বটতলা বৈদ্যনাথপুরে অবস্থিত মনিরুল ইসলামের মালিকানাধীন এমআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা, সদর উপজেলার ঝাউদিয়ার ডাবলু ব্রিকসকে ৫০ হাজার টাকা ও আলামপুরের ডায়মন্ডস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের ফিল্ড ইন্সপেক্টর, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনায় বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, ইট তৈরীতে বিএসটিআই থেকে সরকারীভাবে মাপ নির্ধারিত রয়েছে।
বিএসটিআই নির্ধারিত মাপ হচ্ছে দৈর্ঘ্য ২৪ সেঃমিঃ,প্রস্থ ১১.৫ সেঃমিঃ ও উচ্চতা বা গভীরতা ৭ সেঃমিঃ ৷ কিন্তু ভাটাগুলোতে নির্ধারিত মাপ পাওয়া যায়নি ৷ মালিকগণ দীর্ঘদিন ধরে বিএসটিআই থেকে নির্দেশিত অপেক্ষাকৃত ছোট আকারে ইট তৈরী ও বিক্রি করে আসছেন। অভিযানকালে ভাটাগুলোতে সঠিক মাপ না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক প্রত্যেক ভাটা মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় তিনি বলেন, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, প্রত্যেকটি ইটভাটাকে বিএসটিআই কতৃক নির্ধারিত মাপ অনুসারে ইট তৈরী করতে হবে।