ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রি পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারিয়া সুলতানা।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোগতাদের পুরস্কৃত করা হয় এবং মেলায় সনদ প্রদান করা হয়। সনদ গ্রহণ করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা সহ ষ্টলদাতাগণ।