জার্মান-বাংলাদেশ ক্লেফট প্রজেক্টের আওতায় কুষ্টিয়ায় জন্মগত ঠোঁটকাটা তালুকাটা রোগীদের বিনামুল্যে অপারেশন এবং ওষুধ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডাঃ তোফাজ্জুল হেলথ্ ও ডায়াগনষ্টিক সেন্টারে এ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সহযোগীতায় ডাঃ তোফাজ্জুল হেলথ্ ও ডায়াগনষ্টিক সেন্টার, ডাঃ লিজা নার্সিং ইন্সটিটিউট ও ডাঃ লিজা ডাঃ রতন ম্যাটসের সমন্বিত প্রচেষ্টার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ আমিনুল হক রতনের সার্বিক তত্বাবধায়নে শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র কুষ্টিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাঃ লিজা ডাঃ রতন ম্যাটসের চেয়ারম্যান ডাঃ আমিনুল হক রতনের সঞ্চালনায় ও রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহাখালীর প্লাষ্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লাষ্টিক সার্জন ডাঃ মুহাম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাব অব কুষ্টিয়ার সেক্রেটারী আলিমুল হক সনজু,জয়েন্ট সেক্রেটোরী ও আইএফআইসি ব্যাকেংর ব্যবস্থাপক তহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী ও সেলিম বেডিং এর স্বত্বাধীকারী রাসেল পারভেজ ও ডাঃ লিজা ডাঃ রতন ম্যাটসের অধ্যক্ষ ডাঃ আসমা জাহান লিজা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ডাঃ মুহাম্মদ কামরুজ্জামান বলেন, এরআগে যাদেরকে বিনামুল্যে প্লাষ্টিক সার্জারীর মাধ্যমে অপারেশন সম্পন্ন করা হয়েছে, তারা এখন সুস্থ স্বাভাবিক মানুষের মত দেখা যায়। তিনি বলেন,আজকের এই কার্যক্রমের মাধ্যমে ঠোঁটকাটা তালুকাটা রোগীরা বিনামুল্যে ঔষধসহ অপারেশন এর মাধ্যমে তারা স্বাভাবিক জীবন পাবে। তাদের মুখে হাসি ফুটবে। এমন ভালো কাজের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।
ঢাকা মহাখালীর প্লাষ্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লাষ্টিক সার্জন ডাঃ মুহাম্মদ কামরুজ্জামান অপারেশন পরিচালনা করবেন বলে জানাগেছে।