কুষ্টিয়ায় ট্রেনের ইঞ্জিনের তেল চুরির প্রস্তুতি কালে তেল চুরির সরঞ্জামসহ ৩ চোর কে আটক করেছে পুলিশ। খুলনা থেকে ঈশ্বরদী গামী মালবাহী ট্রেন থেকে শুক্রবার রাতে পোড়াদহ জি আর পি পপুলিশ তাদের আটক করে। আটক চোর পাবনা জেলার ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর গ্রামের ঈশা হোসেনের ছেলে লাল্লু মিয়া (২৮) মাছুম হোসেন (২০) ও একই গ্রামের মৃত কালুর ছেলে সোহেল ( ২৩)।
পোড়াদহ জি আর পি থানার এস আই আবুল হাসেম খন্দকার জানান, গোপন সংবাদে তারা জানতে পারে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী গামী মালবাহী ট্রেনের ইঞ্জিনের তেল চুরির জন্য চিলাহাটি থেকে ছেড়ে আসা
খুলনাগামী ডাউন রকেট মেইলে চোর চক্রের সদস্যরা অবস্থান করছে।
এই সংবাদে এস আই আবুল হাসেম খন্দকার সংগীয় ফোর্স নিয়ে পোড়াদহ থেকে ট্রেনে যাত্রা শুরু করে অভিযানে নামে এবং বগিতে তল্লাসী শুরু করে । পরে ট্রেনটি পোড়াদহ ছেড়ে আলমডাঙার কাছাকাছি পোছালে ট্রেনের ৫২৫৯ নং বগিতে তল্লাসী চালিয়ে তেল চুরির সরঞ্জামসহ ৩ জন কে আটক করা করে।