জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত, পঙ্গু ও দুস্থ শ্রমিকদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সকালে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে বাহাউদ্দিন মঞ্জিলে সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।
বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো: আব্দুর রশীদ, সাধারন সম্পাদক নরেন্দ্রনাথ সাহা, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হাসান রানা, সাধারন সম্পাদক শাহীন বিশ্বাস প্রমুখ।
এসময় সংগঠনের অন্যান্য সদস্যসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মোট একশো জনের মাঝে সাড়ে ৪ লাখ টাকা বিতরণ করা হয়।