কুষ্টিয়াতে প্রাইভেট কারের শো-রুম উদ্ধোধন করলো বিশ্ববিখ্যাত টাটা মটরস। কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া টাটা প্রাইভেট কারের একটি নতুন শো-রুম উদ্ধোধন করা হয়েছে। শো-রুম উদ্ধোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের সব চেয়ে বেশি বিক্রিত গাড়ী টাটা টিয়াগো প্রদর্শন করেছে।
শো-রুম উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া। সভাপতিত্ব করেন, সেলস নিটল মটরস লিঃ এর জেনারেল ম্যানেজার তানভীর শহীদ। বিশেষ অতিথি ছিলেন, টাটা মটরস লিঃ এর কান্ট্রি ম্যানেজার সুমন্ত ভট্রাচার্য ও সেলস নিটল মটরস লিঃ এর এজিএম খান মোঃ আব্দুল আলিম।
কিস্তিতে ক্রয়যোগ্য প্রতিটি ব্রান্ড নিউ টাটা টিয়াগোর সাথে রয়েছে ১,০০,০০০ কিঃ মিঃ ৩ বছরের ওয়ারেন্টি এবং ৬ টি ফ্রি সার্ভিস। আরামদায়ক ও ঝামেলা মুক্ত ড্রাইভিং এর জন্য টাটা টিয়াগো অত্যান্ত উপযোগী এবং আধুনিক সুবিধা সম্বলিত হওয়ায় ভ্রমণ হবে নিরাপদ। এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়ার টাটা শো-রুমের স্বত্বাধিকার শাহিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, এনবি ট্রেডার্সের চেয়ারম্যান এস এম রেজাউল ইসলাম বাবলু , বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, এস এম ফয়সাল ইসলাম জিতু।