করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়েছে দেশের মানুষ। ঘরে খাদ্য সংকটের কারণে কুষ্টিয়ায় বৃষ্টিকে উপেক্ষা করেই ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক আসলাম হোসেন।।
সূত্রে জানা গেছে, সন্ধ্যা ০৭ টা, তখন প্রচন্ড ঝড়-বৃষ্টি হচ্ছিলো। জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে ফোন করে এক মহিলা জানালেন -তার ঘরে আজ কোনো খাবার নেই৷ রোজা থাকার জন্য রাতে সেহরি খাওয়ার ব্যবস্থাও নেই। লজ্জায় কারো কাছে খাবার চাইতেও পারছে না৷ বিধবা মহিলাটি এক সন্তান নিয়ে একটি বাড়িতে বসবাস করে আসছে৷
বিষয়টি সাথে সাথে জেলা প্রশাসক, কুষ্টিয়াকে জানানো হলে মহিলাটির বাসায় দ্রুত খাবার পৌছে দিতে নির্দেশ দেওয়া হয়৷
রাত সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ সাদাত ও জনাব মোঃ সবুজ হাসান মহিলাটি যে বাসায় থাকে সে বাসার বারান্দায় খাদ্য-দ্রব্যের একটি প্যাকেট রেখে আসে। প্রদত্ত খাদ্য-দ্রব্য ফুরিয়ে গেলে নিঃসঙ্কোচে জেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে৷
সামাজিক দিক বিবেচনায় কোনো সাহায্যপ্রার্থীর নাম, ঠিকানা ও ছবি প্রকাশ করা হবে না মর্মেও জানানো হয়েছে৷